ছাত্র নেতা মো. মনির হোসেনের ইন্তেকাল

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৫০ অপরাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

ছাত্র নেতা মো. মনির হোসেনের ইন্তেকাল


সামসুল হক জুয়লে (গাজীপুর)  :

বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, কালীগঞ্জের কৃতি সন্তান মো. মনির হোসেন (৫৫) ১৯ ফেব্রুয়ারী রববিার ভোর ৬ টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তিনি র্দীঘদিন যাবৎ শারিরিক বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ইতোমধ্যে ভারতের চেন্নাইয়ের এপ্যোলো ও সিএমএচ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


তার মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠন গভীর শোক জানয়িছেন এবং পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মৃত্যু কালে তিনি এক কন্যা, স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কালীগঞ্জের বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া ঐতিহাসিক ঈদগা মাঠে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: